৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মহান বিজয় দিবস: মাথা উচুকরে বাঁচার দিন

প্রতিনিধি :
সম্পাদক
আপডেট :
ডিসেম্বর ১৬, ২০২৩
334
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আজ মহান বিজয় দিবস
ছবি : জাতীয় স্মৃতিসৌধ 

১৬ ডিসেম্বর, আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। আককের দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন একটি দেশের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আজ সেই বিজয়ের ৫২ বছর পূর্তি হলো।

বিনম্র শ্রদ্ধায় আজ দিবসটি পালন করেছে দেশ-বিদেশের বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষ। সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ভোরে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ কররেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিক, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram