আলমডাঙ্গায় ঈগল প্রতীকের সমর্থকের মোটরসাইকেল ভাঙচুর
আলমডাঙ্গা উপজেলার জামজামি ‘ঈগল’ প্রতীকের সর্মথকদের একটি মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় জামজামি ইউনিয়নের টেকপাড়া পাঁচলিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। গতকাল রাতেই মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ছয়জনের নামসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন ‘ঈগল’ প্রতীকের সমর্থক রাশেদুজ্জামান রাজিব।
অভিযোগসূত্রে জানাযায়, গতকাল সন্ধ্যায় টেকপাড়া পাঁচলিয়া বাজারে ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী অফিসে সমর্থকরা আলাপ-আলোচনা করছিল। এসময় মোটরসাইকেলযোগে ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের উপর গালিগালাজ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে নৌকার সমর্থকেরা ‘ঈগল’ প্রতীকের সমর্থকদের একটি মোটরসাইকেলটি ভাঙচুর করে।
মামলার বাদী রাশেদুজ্জামান রাজিব বলেন, ‘নৌকা প্রতীকের সমর্থকরা মোটরসাইকেলযোগে সেখানে এসে আমাদের নাম ধরে ও ঈগল সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় আমি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা লোহার রড দিয়ে আমার মোটরসাইকেলে ভাঙচুর করে এবং আমাদের সকলকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে জামজামি ক্যাম্পের (এসআই) তরিকুল বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জামজামি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মী রাজিব হোসেনের একটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে ভাঙচুরকারীদের কাউকে পাওয়া যায়নি।’