আলমডাঙ্গায় এক ছাগলের ৫ বাচ্চার জন্ম হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ছাগলের ৫ বাচ্চার জন্ম হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ বাচ্চাগুলোকে দেখতে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকার এরশাদপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে বাদল হোসেন বেশ কিছুদিন আগে ছাগলটি ক্রয় করেন। তারপর থেকে প্রতিবার ৩-৪টি করে বাচ্চা দেয়। এবার এক সাথে ৫টি বাচ্চা দিয়েছে।
৫টি বাচ্চা জন্ম দেওয়ার পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে এবং স্বাভাবিক চলাফেরা করছে। কিন্তু বাচ্চা জন্ম গ্রহণের সময়ই মারা যায়।
ছাগলের মালিক বাদল হোসেন জানান, আল্লাহর অশেষ রহমতে ৫টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। ছাগলগুলোর জন্য আমার দোকানের ভূসি, গুড়া সব সময় উন্মুক্ত থাকে।
স্থানীয়রা বলেন, একটি ছাগল চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক। তবে ৫টি বাচ্চা জন্ম নেওয়া ব্যতিক্রম, তবে অস্বাভাবিক কিছু নয়।