আলমডাঙ্গায় জেহালার মিডুল মন্ডলের রান্নাঘর ও গোয়ালে আগুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মিডুল মন্ডলের রান্নাঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে গেছে।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে মিডুল মন্ডলের রান্নাঘর ও গোয়ালঘরসহ পাটখাটির গাদায় আগুন লাগে। এসময় বাড়ির লোকদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।
এদিকে সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, এএসআই ইমরান ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। তবে এর আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেশিরা জানান, গড়চাপড়া গ্রামের মিডুল মন্ডলের তিন নাতি ছেলে সামি, শানি ও মেয়ের ছেলে একসঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে ওদের মধ্যে রাগারাগি হয়। এদের মধ্যে একজন রাগ করে পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে আগুনে রান্নাঘর ও গোয়ালঘসহ পাটকাঠির গাদা পুড়ে ছাই হয়ে যায়।