আলমডাঙ্গায় দৈনিক 'সময়ের সমীকরণ' পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চুয়াডাঙ্গা জেলার পাঠকপ্রিয় দৈনিক 'সময়ের সমীকরণ' পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পালিত হয়েছে।
গতকাল, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থানার সন্নিকটে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এর আগে, পত্রিকার মান উন্নয়ন ও সাফল্য অর্জনের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য আলাপচারিতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক 'সময়ের সমীকরণ' এর ভ্রাম্যমাণ প্রতিনিধি নাহিদ হাসান, যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কেক কেটে পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিয়ার রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব, সহ-সভাপতি তানজির আহমেদ হিরো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার শরীফ, সিনিয়র সদস্য সোহেল হুদা, দৈনিক 'সময়ের সমীকরণ' পত্রিকার হটবোয়ালিয়া প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা, সাংবাদিক গোলাম সরোয়ার সদু, এবং উপস্থিত নিয়মিত পাঠকরা হলেন, মানিক, শাকিব, মামুন রেজা, হাফিজ প্রমুখ।