আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
ডিসেম্বর ২০, ২০২৩
309
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :
আজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে নিমগ্ন পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শুরুতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট আলোচনা করেন নাদিউজ্জামান খান রিজভী। এরপর আরবি ভাষার ধর্মীয় ও বৈষয়িক গুরুত্বের উপর আলোকপাত করেন কাজল আহমেদ ও আব্দুর রশিদ মিল্টন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন হোসাইন আহমাদ।
এছাড়াও ইমদাদুল হক দিবসটির এ বছরের প্রতিপাদ্য তুলে ধরেন ও আরবি কবিতা পাঠ করেন মাহদি হাসান এবং আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন মুশফিক তরফদার। নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন সাঈদ আশিক, মেহেদী হাসান স্মরণ, বেলায়েত হোসেন বিপু, মীর মিনহাজুল আবেদীন, আফনাব আহমেদ নাহিয়ান, মাসুদ রানা প্রমুখ।