আলমডাঙ্গায় নৌকা প্রতিকের গণসংযোগ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের নৌকা প্রতিকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ অফিসে আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন।
গণসংযোগে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। এসময় তিনি বলেন, ‘আজকের এই পথসভা প্রমাণ করে মানুষ উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিতে চান। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগব্যবস্থা ও ইলেকট্রিসিটি, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, হাহী, ঠান্ডু মিয়া, আনিসুর রহমান মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্তসহ আরও অনেকে।