আলমডাঙ্গায় মাটি কেটে বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি :
সম্পাদক
আপডেট :
ডিসেম্বর ৩১, ২০২৩
289
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : মাটি কেটে বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ফসলী জমির মাটি কেটে বিক্রি করায় হৃদয়কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে । বেশ কয়েকদিন ধরে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর মাঠের ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছিল হৃদয়। মাটি বোঝাই গাড়ি পার্শ্ববর্তি মূল সড়ক হয়ে নিয়ে যাওয়ার সময় সড়কে মাটি পড়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ২৯ ডিসেম্বর ভ্রাম্যমান আদালত নিয়ে অভিযান চালান। অভিযানে সত্যতা প্রমান পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামের শাহাজান খানের ছেলে হৃদয় আহমেদকে ৫০ হাজার টাকা জমিরানা প্রদান করা হয়েছে।