৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মেহগনি বাগানে যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, দুই যুবক আটক

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৩, ২০২৪
42
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মেহগনি বাগান থেকে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সবুজ (২২), তিনি উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের গরু ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আলীর ছেলে।

বুধবার সকালে বেলগাছি ইউনিয়নের ফরিদপুর এলাকার গজারিয়া মাঠের মেহগনি বাগানে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকরা যখন ধান ক্ষেতে কাজ করছিলেন, তখন তারা পোড়া একটি মোটরসাইকেল ও একটি যুবকের দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বন্ধু মশিউর জানান, সবুজ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন এবং সন্ধ্যায় তাকে ফোন করে মোটরসাইকেল বিক্রি করার কথা জানান। রাত ৯টার দিকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং পরে জানা যায়, সবুজ রাতে বাড়ি ফিরে আসেনি। পরদিন সকালে তার পোড়া মরদেহের খবর পাওয়া যায়।

ঘটনার পর, পুলিশের তদন্তে জানা যায়, সবুজের সাথে পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করতেন দুই যুবক—জিহাদ (২৫) ও সৈকত (২৭)। তারা দুজনেই আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল ও বাদেমাজু গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা সন্দেহে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, নিহতের শরীরের অধিকাংশ অংশ আগুনে পুড়ে গেলেও দুটি হাত ও পা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করেছে, যা মোটরসাইকেল ও শরীরের গঠন থেকে নিশ্চিত করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানিয়েছেন, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram