আলমডাঙ্গায় রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদিত একটি বিশেষ কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার বাদ আসর এই সভাটি আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে আয়োজিত হয়।
অনুষ্ঠানে কবিতা চর্চার উপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান। তিনি কবিতার গভীরতা ও তার চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার মাধ্যমে উপস্থিতদের মাঝে একটি আলোকিত পরিবেশ তৈরি করেন।
কাজল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। তাদের মধ্যে শুআইব হোসেন টিনু, সিদ্দিক হোসেন, জামান সাদী, নাদিউজ্জামান রিজভী এবং আবু শুয়াইব শিমুল উল্লেখযোগ্য। এছাড়া, বিখ্যাত বাঙালি কবিদের কবিতা পাঠ করেন ইমদাদুল হক, আফনাব আহমাদ নাহিয়ান, মোঃ রাহিম উদ্দিন, ফারহান জাহিদ আরাফ এবং সোহেল রানা। অনুষ্ঠানটি আরো রঙিন করে তোলে আল ইমরান বকুলের নাতে রাসুল পরিবেশন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ রানা, খো: আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহাবুল ইসলাম, একতা ইবনে বারী, ওয়ারিদ রায়হান, মো: বদিউজ্জামান বাদল, মো: শাহাজান এবং মো: বেলায়েত হোসেন বিপু।
এই সভাটি স্থানীয় সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি যুবকদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও সাহিত্যচর্চার উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠান শেষে উপস্থিত কবি ও অতিথিদের মধ্যে আন্তরিক আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় হয়, যা সকলের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতা জাগ্রত করে।
আশা করা হচ্ছে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং আমাদের সমাজে সাহিত্য ও সংস্কৃতির প্রসার ঘটাতে সহায়ক হবে।