৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ২৮, ২০২৪
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএস শাহরিয়ার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, শেখ আশাদুল হক মিকা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী কামরুজ্জামান কাজল, রাকিব আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা শেখ মাসুদ বিল্লাহ, উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সপেক্টর জামাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখও সভায় অংশগ্রহণ করেন।

এ সময় শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান এবং কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় এবং সফল উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram