আলমডাঙ্গায় সবুজ হত্যা মামলার আসামী ইসলাম আলী গ্রেফতার
আলমডাঙ্গা বাদেমাজু গ্রামের সবুজ হত্যা মামলার প্রধান আসামী ইসলাম আলীকে পুলিশ গ্রেফতার করেছে। ২৫ নভেম্বর, সোমবার রাতের দিকে আলমডাঙ্গা থানা পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইসলাম আলী (৩৫) গোবিন্দপুর মাঠপাড়ার মৃত সেকেন্দার মন্ডলের ছেলে। তিনি কাঠের ফার্নিচারের দোকানে রং মিস্ত্রীর কাজ করতেন। পুলিশের কাছে তাকে আনা হলে, সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয় এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর-কাশিপুর সড়কের গজারিয়া মাঠের একটি নির্জন মেহগনি বাগান থেকে সবুজ আলী নামের এক যুবকের পুড়িয়ে ফেলা লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ আলী বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছিলেন এবং পুরাতন মোটরসাইকেল কেনা-বেচার ব্যবসা করতেন। ১২ নভেম্বর সন্ধ্যায় সবুজ বাড়ি থেকে বের হন জনৈক অনিকের ফোন পেয়ে, তবে রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার পুড়িয়ে ফেলা লাশ উদ্ধার হয়।
এ হত্যাকান্ডের পর নিহত সবুজের বাবা জয়নাল আবেদীন ১৪ নভেম্বর এজাহার দায়ের করেন। ঘটনার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মূল আসামী ইসলাম আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য এজেন্সির সহায়তায় হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হয়। এই সাফল্যের জন্য পুলিশ প্রশাসন ব্যাপক প্রশংসা লাভ করছে।