আলমডাঙ্গায় সামসাদ রানু (রাঙ্গা ভাবী)’র বিরুদ্ধে মানববন্ধন
আলমডাঙ্গায় জেলা কৃষক লীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আল-তায়েবা মোড়ে স্থানীয় মানুষরা মানববন্ধন করে তার নানা অপকর্মের অভিযোগ উত্থাপন করেন।
বক্তারা অভিযোগ করেন, সামসাদ রানু এরশাদপুরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করছেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন। বক্তাদের দাবি, রানুর বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। তিনি থানা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে প্রকাশ্যে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। একসময় তিনি নিজেও পতিতাবৃত্তি করতেন এবং এখন বিভিন্ন বয়সী মেয়েদের ফাঁসিয়ে দেহ ব্যবসায় জড়িয়ে নেন। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন, "আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা সাহসী হয়ে উঠেছি এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য রাঙ্গা ভাবীর বিরুদ্ধে আওয়াজ তুলেছি।" তারা জানান, সাম্প্রতিক সময়ে রানুকে আটক করা হলেও তার অত্যাচার থামেনি। এলাকাবাসী বলছেন, রানু সাংবাদিকদের সামনে মাফ চেয়ে সুযোগ চেয়েছিলেন, কিন্তু তিনি আবারও একই আচরণে ফিরে এসেছেন এবং স্থানীয় লোকজনকে মামলা করার ভয় দেখাচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রশাসনের কাছে রাঙ্গা ভাবীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, "যদি প্রশাসন ব্যর্থ হয়, তবে এলাকাবাসী আইন নিজের হাতে নিতে দ্বিধা করবে না।"
মানববন্ধনে স্থানীয় শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আব্দুর রশিদ মালিথা, গোলাম মোস্তফা, খন্দকার আব্দুর কাদের, আওয়াল কবীর, এবং বিল্লাল হোসেন।