৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে জমি দখলের পাঁয়তারা

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১১, ২০২৪
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির গাছ কেটে জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন কুষ্টিয়া কোর্টপাড়ার বাসিন্দা এটিএম রুহুল আমিন, যার বিরুদ্ধে এম এম সোহেল এহসান নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এম এম সোহেল এহসানের সঙ্গে এটিএম রুহুল আমিনের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। উক্ত বিরোধ নিয়ে আলমডাঙ্গার ঘোষবিলা মৌজায় আরএস ৪৯ নং খতিয়ানের বিভিন্ন দাগে (২১৩, ২১৫, ২৭০, ২২২, ২২৩, ২২৬) ৮৮ শতক জমি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। এই মামলার প্রেক্ষিতে ৩ এপ্রিল ২০২৪ তারিখে বিজ্ঞ আদালত ১৪৫(১) ধারায় একটি আদেশ জারি করেন, যাতে উক্ত জমি নিয়ে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা দখল হতে পারে না।

তবে আদালতের আদেশ অমান্য করে, গত ৯ নভেম্বর ২০২৪ তারিখে এটিএম রুহুল আমিন এবং তার সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোহেল এহসানের জমিতে জোরপূর্বক প্রবেশ করেন এবং সেখানকার ২৬টি কলাগাছ, ৫টি আম গাছ, ১০টি বাঁশ, এবং ১টি সজনে গাছ কেটে তছনছ করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এছাড়া, সোহেল এহসানকে বিভিন্নভাবে হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এম এম সোহেল এহসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram