৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার দুর্লভপুর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার, মহিলা আটক

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৭, ২০২৪
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে র‌্যাব-১২ একটি মাদক বিরোধী অভিযানে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ফজিলা খাতুন (৬০) নামে এক মহিলাকে আটক করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, তাদের অভিযানে উদ্ধার করা গাঁজার পরিমাণ ছিল ১০ কেজি ৮ শ গ্রাম

১৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৬টায় র‌্যাব-১২ এর সিপিসি-৩ ইউনিট, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম এবং এএসপি মোঃ এনামুল হক, দুর্লভপুর গ্রামের আব্বাস উদ্দীনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এই অভিযানে রান্নাঘরের একটি স্টিলের বাক্স থেকে গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা এবং ফজিলা খাতুন কে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সেখানে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে নানা গুঞ্জন এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। মাদক উদ্ধার হওয়া বাড়ির মালিক বা পরিবারের কোন সদস্যকে আটক করা হয়নি, বরং প্রতিবেশী ফজিলা খাতুন কে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের জটিল রোগে আক্রান্ত এবং একমাত্র জীবনযাপনকারী বিধবা নারী। এ বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, যে বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে, সেখানে কোনো অভিযুক্ত বা আসামী না হওয়া এবং অন্য বাড়ির এক মহিলাকে আসামি করা—এই বিষয়টির কোনো স্পষ্ট ব্যাখ্যা র‌্যাবের প্রেস রিলিজ বা এজাহারে দেওয়া হয়নি, যা এলাকার লোকজনের মধ্যে সন্দেহ এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি। তবে, মাদকবিরোধী অভিযান চলমান থাকলেও, এই ধরনের পরিস্থিতিতে আরও স্বচ্ছতা এবং সতর্কতার সঙ্গে তদন্তের দাবি জানাচ্ছে এলাকাবাসী।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram