আলমডাঙ্গার দোয়ারপাড়ার পুকুর থেকে মৃগী রোগীর ভাসমান লাশ উদ্ধার
আলমডাঙ্গা উপজেলার দোয়ারপাড়ার একটি পুকুর থেকে আবুল সর্দার (৭০) নামের এক বৃদ্ধ ইটভাটা শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে কাজ শেষে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে বের হয়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরদিন, সোমবার সকালে স্থানীয়রা ফরিদপুর দোয়ারপাড়ার কালু বিশ্বাসের দোয়া নামক পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পরিবার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এটি জানানো হয়েছে যে, আবুল সর্দার একজন মৃগী রোগী ছিলেন এবং মাঝে মাঝে তার এই রোগের কারণে অস্বাভাবিক আচরণ দেখা দিত। স্থানীয়দের ধারণা, কাজ শেষে পুকুরে নামার পর মৃগী রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তার মরদেহ উদ্ধার করার পর পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
আবুল সর্দার সূদ্দার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল গ্রামের মরহুম রিয়াজ উদ্দিন সর্দারের ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে বেলগাছি ইউনিয়নের ফরিদপুর ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
এই ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং পুলিশ পরবর্তী তদন্তে পরিস্থিতি স্পষ্ট করার চেষ্টা করছে।