আলমডাঙ্গার নওদা পাঁচলিয়া গ্রামের জনপ্রিয় মিলু মিয়ার ইন্তেকাল!
আলমডাঙ্গার নওদা পাঁচলিয়া গ্রামের জনপ্রিয় মিলু মিয়া ওরফে ছোট মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি — রাজিউন)। তিনি আলমডাঙ্গার সাংবাদিক রহমান মুকুলের ছোট ভাই।
গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মিলু মিয়া প্রয়াত আওলাদ হোসেন মিয়ার ছোট ছেলে ছিলেন এবং এলাকার মানুষের কাছে "মিলু মিয়া" বা "ছোট মিয়া" নামে পরিচিত ছিলেন। তাঁর অনন্য ব্যক্তিত্বের কারণে অনেকেই তাঁকে "শেষ মিয়া" নামেও ডাকতেন।
মৃত্যুর সংবাদ পেয়ে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে। ভোর থেকে শুরু হয় আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর ভিড়, যারা শেষবারের মতো মিলু মিয়াকে দেখতে এসেছিলেন। বাদ জোহর জানাযার নামাজ শেষে তাঁকে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়।
মিলু মিয়া ৫ সন্তানের মধ্যে ছোট ছিলেন এবং মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, যা একজন সাধারণ মানুষের জন্য অকল্পনীয় ছিল। উপস্থিত ছিলেন মিলু মিয়ার বড় ভাই আমজাদ হোসেন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, এবং আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষক ও গুণীজন। জানাযা পরিচালনা করেন মাওলানা নূর ইসলাম।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে রহমান মুকুল সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক মাথাভাঙ্গা পরিবার ও আলমডাঙ্গার সাংবাদিক সমাজ, সেইসাথে ডাক্তার আব্দুল্লাহ আল মামুনও।