৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৭, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে জামায়াতে ইসলামী'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় ফরিদপুর গ্রামের দুয়ারপাড়ায় আয়োজিত এ সভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। তিনি বলেন, “জামায়াতের কর্মীদের এ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকলকে একতাবদ্ধ হয়ে ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করতে হবে। জামায়াতের কর্মীরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে সমাজের প্রতিটি ক্ষেত্রে সঠিক নেতৃত্ব প্রদান সম্ভব হয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। তিনি বলেন, “কর্মীদের মানোন্নয়নই আমাদের মৌলিক কাজ। শাখার কার্যক্রম আরও গতিশীল করতে আমরা নতুন কিছু কর্মপন্থা গ্রহণ করেছি।”

আলোচনা পর্বে বেলগাছী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা শওকত আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড ডামোশ গ্রামের সভাপতি মানোয়ার হোসাইন, বেলগাছী ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম, এবং অফিস সম্পাদক ওমর ফারুক জনি

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের সেক্রেটারি রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় ১নং ওয়ার্ডের শ্রমিককল্যাণ ফেডারেশনের নতুন ইউনিট গঠন করা হয়। ইমাদুল হককে সভাপতি, রফিক আহমেদকে সেক্রেটারি এবং ছানোয়ার হোসেনকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সভাটি উপস্থিত সকলের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে নতুন উদ্দীপনা এবং অনুপ্রেরণা সঞ্চারিত করে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram