৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ব্যায়ামাগার পুনরুদ্ধার কমিটির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ৫, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা ব্যায়ামাগার পুনরুদ্ধার কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর দুপুরে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে আলিফ উদ্দীন মোড়ে সমাবেশ করে। এই সমাবেশটি ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর দ্বারা দখলকৃত ব্যায়ামাগার পুনরুদ্ধারের দাবিতে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ব্যায়ামাগারের জমি উদ্ধার কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন, হাজী খোঃ এ কে. আজাদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুল করিম চলচল, এমদাদ হোসেন, মঞ্জু রশীদ, বিএনপি নেতা রেজাউল হক, এবং আরও অনেক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের সদস্য, ছাত্র এবং সাধারণ জনগণসহ কয়েকশত মানুষ।

বক্তারা জাকারিয়া হিরোকে শহরের "সবচেয়ে বড় ও ঘৃণিত ভূমি দস্যু" আখ্যায়িত করে বলেন, "আলমডাঙ্গা ব্যায়ামাগার ছিল খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব। প্রতি বছর এই ক্লাব জাতীয় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মুখ উজ্জ্বল করেছে। এটি ছিল আমাদের সার্বজনীন সম্পদ।"

তারা জানান, আলমডাঙ্গার ব্যায়ামাগার প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ৪৪ বছর আগে এবং এটি স্থানীয় ঐতিহ্যের প্রতীক। বক্তারা দাবি করেন, ভূমিদস্যু হিরো এবং তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যায়ামাগারকে দখল করেছে এবং নির্মিত ভবন ভেঙে ৬ তলা ভবন নির্মাণ করেছে।

আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্যরা এর আগে খুলনা বিভাগের হয়ে ৬ বার স্বর্ণপদক অর্জন করেছে। বক্তারা প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, "যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, তবে আমরা আলমডাঙ্গাবাসী আমাদের প্রিয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার করবো। অবৈধ দখলদারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram