৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় ৩৫০ কলাগাছ কেটে জমি দখলের অভিযোগ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ৩০, ২০২৪
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গার ভাংবাড়িয়া এলাকার শরিফুল ইসলামের দুই বিঘা জমি থেকে ৩৫০টি কলাগাছ কেটে দখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের আহার আলী মোল্লা ও কাবের মোল্লা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে ১৯ অক্টোবর শনিবার।

জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের নামে ক্রয়কৃত দুই বিঘা জমিতে শরিফুল ইসলাম কলা গাছ রোপণ করেন, যাতে তিনি প্রায় তিন লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু জমিটি নিয়ে পূর্ব থেকেই আহার আলী মোল্লা, কাবের আলী মোল্লা, শুকলাল মোল্লা ও তার ছেলে মারিফুলের সঙ্গে বিরোধ চলছিল। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় ১৯ অক্টোবর কলাগাছগুলো কেটে জমি দখল করে নেয় এবং বর্তমানে দখলকৃত জমিতে নতুন করে চাষ করছেন।

এদিকে, এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। অনেকেই অভিযুক্তদের নিন্দা জানিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, যদি তাদের আইনগত অধিকার থাকে, তাহলে কেন আদালতকে অগ্রাহ্য করে জমি দখল করতে হবে? তারা বলছেন, অভিযুক্তরা আদালতের রায় নিজেদের পক্ষে নিয়ে জমিতে যেতে পারতেন। এভাবে সাড়ে ৩শ নিরীহ কলাগাছ কেটে ফেলার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন তারা।

কৃষক শরিফুল ইসলাম ২৭ অক্টোবর এই ঘটনার জন্য ৪ জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram