আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা: আটক ১
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী দিলীপকুমার আগরওয়ালার এক কর্মীর বাড়িতে হামলার ঘটনায় পুলিশ রতন আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ।
গতকাল সোমবার সকাল ১১ টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রতন আলী উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটুভাঙা গ্রামের বাবলুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করেন বাদী লিটন আলী। গত রবিবার রাতে আওয়ামীলীগের নৌকা প্রতিক প্রার্থীর কর্মীরা ১৫-২০ মোটরসাইকেল শো-ডাউন নিয়ে মিছিল করেন। ওই মিছিলে থাকা লোকজন লিটনের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালালে বাড়িতে থাকা আলমসাধু গাড়ি ভেঙে ক্ষয়ক্ষতি যায়। ওই ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করে। লিটন আলী বাদি হয়ে রবিবার রাতেই জিনারুল বিশ্বাসসহ ১৬ জনের নাম উল্লেখ করে ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার জের ধরে গতকাল সোমবার সকাল ১১ টার রতন আলী নামে নৌকার এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঐ ঘটনায় লিটন আলী নামের এক যুবক বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে বলে জানান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া। তিনি আরও জানান, এজাহারীয় আসামী রতন আলী নামের নৌকার এক কর্মীকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।