৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হারদী কৃষি ক্লাব মাঠে আলী আহম্মদ চাঁদতারা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১০, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গার হারদী কৃষি ক্লাব মাঠে অনুষ্ঠিত আলী আহম্মদ চাঁদতারা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর, রবিবার বিকেলে টুর্নামেন্টটির উদ্বোধন করেন আয়োজক কমিটির ক্যাশিয়ার সুমন বিশ্বাস এবং বিএনপি নেতা মহিনুল ইসলাম।

এ টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় দৌলতপুর শশীধরপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে গাংনী মালশাদহ একাদশ জয় লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম মেম্বার, ছানোয়ার মেম্বার, আজাদ মেম্বার, সাবু মেম্বার, শহীদ মেম্বার, আব্দুল রহমান, জহুরুল ইসলাম মাস্টার, আলো, আরিফ খান, নাসির, নাজমুল, এবং আজিম।

আয়োজক কমিটির সভাপতি ময়েন আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শৈয়ার হোসেন, তৈয়ব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম, প্রচার সম্পাদক সাজু মালিথা, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, হারদী কৃষি ক্লাবের সভাপতি শাহরাজ আহসান রাজীব, জসিম উদ্দিন প্রমুখ।

এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, এবং খেলা চলাকালীন মাঠে ছিল উত্তেজনা।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram