আলমডাঙ্গায় আবারও বজ্রপাতে কৃষকের মৃত্যু!
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ৪, ২০২৪
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :
আলমডাঙ্গায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ফারুক মুন্সি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক মুন্সি উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের মোচাইনগর গ্রামের কাশেম মুন্সির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি নিজ জমিতে চাষের কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তা তার শরীরে আঘাত করে এবং তিনি গুরুতর আহত হন। পরে মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া জানান, বজ্রপাতে ফারুক মুন্সির মৃত্যুর খবর এখনও তার কাছে পৌঁছায়নি।