আলমডাঙ্গায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভা
আলমডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল (৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ. জে. এম. কামাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল। তিনি সভায় বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই। আপনাদের কাছে অনুরোধ, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি লাইব্রেরিতে যাওয়ার অভ্যাসও তৈরি করতে হবে, যাতে তারা জ্ঞানার্জন করতে পারে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, হেমায়েত আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. জামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, হুমায়ুন কবির, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, আলমডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম রেজা, আল ইকরা অ্যাকাডেমির অধ্যক্ষ মো. এনামুল হক, এবং নতুন কুড়ির অধ্যক্ষ মহাবুল ইসলাম প্রমুখ।
এ সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক আলোচনা হয়। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।