আলমডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর ধর্ষণের অভিযোগে বড় ভাই গ্রেফতার
আলমডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীকে মিষ্টির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর ধর্ষণের অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর, সোমবার, অভিযুক্তকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তের নাম ঠান্ডু মিয়া (৪২), তিনি উপজেলার ওসমানপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
জানা গেছে, ঠান্ডু মিয়া ২০ অক্টোবর তার ছোট ভাই প্রবাসী হজরত আলীর স্ত্রী চন্দনা খাতুন (২১)কে মিষ্টির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ান। মিষ্টির সাথে ওষুধ খাওয়ার পর রাতে দ্রুত ঘুমিয়ে গেলে, রাত ১০টার দিকে ঠান্ডু তার উপর ধর্ষণের অপচেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগী চান্দনা খাতুন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, অভিযুক্ত ঠান্ডুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার ৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।