৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক: জেলা আমীর রুহুল আমীনের বক্তব্য

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১৬, ২০২৪
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের জন্য এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় দলের স্থানীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভালো মানুষ না হলে ভালো মুমিন হওয়া সম্ভব নয়। একজন ভালো মানুষ হতে হলে তার কথার সাথে কাজের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি দল গড়েছি, যেখানে হেরে গেলেও জয়ী হওয়া যায় এবং জয়ী হলেও জয়ী হওয়া যায়—এটা শুধু দুনিয়া নয়, আখিরাতের লাভের জন্যও।”

তিনি আমানত রক্ষার গুরুত্ব উল্লেখ করে বলেন, “কবি মতিউর রহমান মল্লিকের লেখায় ‘চলো চলো চলো মুজাহিদ পথ, যে এখনো বাকি, ভোল ভোল ব্যাথা, ভোল মুছে ফেল এই আখিঁ’। আমাদের সকল কথা ও কাজে আমানত রক্ষা করতে হবে। আমাদের জীবনকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং রুকন হিসেবে একে অপরকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে হবে।”

জেলা আমীর তার বক্তৃতায় আরো বলেন, “আমরা আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এবং আমাদের সকল ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। অন্যদিকে, কারো ভালোবাসা থেকেও আমরা বিরত থাকব, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়।”

বিশেষ অতিথির বক্তব্য:

শিক্ষা বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি সূরা সফ-এর উপর একটি দারসুল কুরআন পেশ করেন এবং বলেন, “আমাদের অন্তরের সকল সন্দেহ ও সংশয় দূর করতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।” তিনি আরও বলেন, “এটি কাপুরুষদের জন্য একটি আন্দোলন নয়, এটি হচ্ছে ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার একটি সংগ্রাম।”

অন্যান্য অতিথির উপস্থিতি:

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর দারুস সালাম, গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন এবং আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী।

এছাড়াও প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারি বিল্লাল হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শফিউল আলম বকুল, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আমীর আশাদুল হক, ডাউকী ইউনিয়ন আমীর সজিবুর রহমান, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এই শিক্ষা বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের দ্বীনি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন এবং দলের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে নিজেদের একাগ্রতা আরও বৃদ্ধি করেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram