আলমডাঙ্গায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করায় আলমডাঙ্গায় দুই ডিম ব্যবসায়ী ও এক সবজি বিক্রেতাকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আজনো নামে এক সবজি ও মুদি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ বাজার মনিটরিংকালে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির জন্য মেসার্স সরন ডিমের আড়তের মালিক শাহিকুর রহমান সরনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই বাজারে ডিম বিক্রির রশিদ না দেওয়ার জন্য মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের শোরুমের ম্যানেজার মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বাজার মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের অনিয়ম সম্পর্কে সতর্ক করে নানা পরামর্শ দেন।
বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য, যা জনসাধারণের জন্য নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে। এ প্রেক্ষিতে ১৯ অক্টোবর শনিবার আলমডাঙ্গার ডিম ও সবজি বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে উপস্থিত ছিলেন ছাত্রপ্রতিনিধি, আলমডাঙ্গা পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।