আলমডাঙ্গায় দোকানে চুরি: ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিল চোর
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১৯, ২০২৪
52
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আলমডাঙ্গা থানা
আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত রোজি টেলিকমের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান পাশের দোকানের কর্মচারী। শুক্রবার রাত সাড়ে ৯টার পর সকল দোকান বন্ধ করে চলে যাওয়ার পর এই ঘটনা ঘটে।
দোকান মালিক মজিবুল ইসলাম জানান, তার দোকান থেকে চুরি হয়েছে ৩৫টি স্মার্ট মোবাইল ফোন, রিচার্জ কার্ড এবং ৫ হাজার টাকার নগদ অর্থ। চুরির মোট বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন।
চুরির ঘটনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ থানায় নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।