৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা শরীফ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১০, ২০২৪
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানাল পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। তিনি শনিবার রাতে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে এই পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

ক্যানাল পাড়া পূজা মণ্ডপে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডপের সভাপতি সঞ্জীব চৌধুরী কেতু, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই আমরা মানুষ, সবাই আমরা বাংলাদেশি। হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নেই। যদি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

শরীফ আরও বলেন, “আগের মতো, আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আপনাদের পাশে থাকবে। আপনারা পূজা-অর্চনায় নিজেদের বিশ্বাসের প্রতি দৃঢ় থাকুন, কিন্তু যেন কোনো দল বা ব্যক্তি আপনাদের ধর্মীয় অনুভূতির ওপর ভিত্তি করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা না করতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি, এবং ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। তাই প্রত্যেক ভোটার তার ইচ্ছেমতো ভোট দেবেন, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমি এমপি হই বা না হই, আপনারা যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়াদ্দার, উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।

এ সময় উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram