৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ১২, ২০২৪
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ ১১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা পরিস্থিতিসহ সার্বিক খোঁজখবর নেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১০৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

প্রতি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সাদা পোশাকে ডিবি, ডিএসবি এবং ট্রাফিক পুলিশও মাঠে নিয়োজিত রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান (সদর সার্কেল) এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram