আলমডাঙ্গায় বৃদ্ধ দিনমুজুর আবুল হোসেনের লাশ পুকুর থেকে উদ্ধার
আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ১০ নভেম্বর ইটভাটায় দিনমুজুরের কাজ করতে গিয়ে বাড়ি না ফেরায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন, ১১ নভেম্বর সোমবার সকালে ফরিদপুর দোয়ারপাড়ার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মৃত আবুল হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের সর্দ্দার পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রতিবেশিরা জানান, আবুল হোসেন দিনমুজুরের কাজ করতেন এবং ১০ নভেম্বর সকালে বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের সেলিমের ইটভাটায় কাজ ঠিক করার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর তার কোনো খবর না পেয়ে পরিবার সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরবর্তীতে, ১১ নভেম্বর সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আবুল হোসেনের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং রোগের প্রকোপে তার আচরণ অস্বাভাবিক হয়ে যেতো। তাদের ধারণা, পুকুরে নামার পর রোগের উপসর্গ দেখা দিলে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
আবুল হোসেনের বোন আরবিয়া জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছেন। কিছুদিন আগে তার মৃগী রোগ ফের বাড়ে, কিন্তু পরে কিছুটা সুস্থ হন। তার ছেলে নূর ইসলামও জানান, ছোটবেলা থেকেই তার পিতা মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং যে কোনো সময় রোগের প্রকোপ বেড়ে যেত। এর আগেও একবার মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তবে পরে সুস্থ হয়ে উঠেছিলেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, "মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয়রা বৃদ্ধ আবুল হোসেনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।