আলমডাঙ্গায় ভুয়া চিকিৎসক’কে জরিমানা
আলমডাঙ্গার আসমানখালী বাজারে মেসার্স বাবুল ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভুয়া চিকিৎসক বাবুল রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবুল রহমান ভুয়া নাম-পরিচয়ে ডেন্টাল সার্জন হিসেবে রোগীদের চিকিৎসা করছিলেন। তার বিডিএস ডিগ্রি নেই এবং প্রেসক্রিপশনে "ডেন্টিস্ট" উল্লেখ থাকলেও তিনি কোনো মাধ্যমিক সার্টিফিকেটও দেখাতে পারেননি।
এছাড়া, অভিযান চলাকালে তিনি নিজেই রোগী সেজে বেডে শুয়ে ছিলেন। পরে সাধারণ মানুষ তাকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়।
বাবুলের কথামতো, তার সহযোগী রোকনুজ্জামান খেরুর সহায়তায় তিনি দাঁতের ডেন্টাল কেয়ার খুলে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। রোকনুজ্জামান খেরু ওই প্রতিষ্ঠান থেকে শেয়ার নিতেন, যা দিয়ে তিনি প্রভাবশালীদের সাহায্য নিয়ে স্থানীয়দের মধ্যে প্রভাব বিস্তার করতেন।
এছাড়া, অভিযান চলাকালে একটি মুদি দোকানদার থেকে ৭ হাজার টাকা এবং একটি কীটনাশক দোকানদার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।