৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মন্দিরের উন্নয়নে বিএনপি নেতার ঢেউটিন বিতরণ

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৫, ২০২৪
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আলমডাঙ্গায় মন্দিরের উন্নয়নে বিএনপি নেতার ঢেউটিন বিতরণ 

চুয়াডাঙ্গা জেলার বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গা উপজেলায় চারটি মন্দিরের অবকাঠামো উন্নয়নে ঢেউটিন বিতরণ করেছেন। নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে সাদা ব্রিজ মোড়ে আক্তার হোসেন জোয়ার্দ্দারের বাড়িতে দলীয় কার্যালয় থেকে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, এবং প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভায় আলমডাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দ মন্দির উন্নয়নের জন্য শরীফুজ্জামান শরীফের কাছে ঢেউটিন চেয়েছিলেন। এর প্রেক্ষিতে শরীফ প্রতিশ্রুতি দেন যে তিনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করবেন।

এদিন মোট ৭ বান ঢেউটিন পৌর এলাকার বিভিন্ন মন্দিরে বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে ক্যানেলপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, থানাপাড়া শ্রী শ্রী কালী মন্দির, রাধিকাগঞ্জ হরিজন কলোনির শিব মন্দির, এবং চুমারী শ্রী শ্রী দুর্গা মন্দির।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগঠনিক সম্পাদক কাজী আলী আজগর সাচ্চু, বিএনপি নেতা আইয়ুব হোসেন এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।

শরীফুজ্জামান শরীফ বলেন, “আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলা সম্ভব। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান ও সহমর্মিতা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। মন্দিরে টিন বিতরণ কর্মসূচি সেই ভ্রাতৃত্বের একটি উদাহরণ। আমরা আলমডাঙ্গাসহ দেশের সকল অঞ্চলে মানুষের মাঝে একতা বজায় রাখতে সবসময় পাশে থাকব এবং চুয়াডাঙ্গাকে উন্নতির পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram