আলমডাঙ্গায় মহানবী (সাঃ)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে আলমডাঙ্গার ইসলামপ্রিয় ছাত্র সমাজ বিক্ষোভ ও সমাবেশ করেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে সিদ্দিকীয়া আলিম মাদ্রসা থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল তায়েবা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তি করেন এবং তাঁকে সমর্থন করেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। যদিও তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তবুও রাজ্য সরকার এখনো তাঁদের গ্রেপ্তার করেনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। বক্তারা মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি নাজমুস সালেহিন, আবির আনম, কামরুজ্জামান কাজল, মাওলানা মো: রাজন আলী, তাওহীদ হোসেন, খন্দকার আলিফসহ অন্যান্য বক্তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা অংশগ্রহণ করে।