আলমডাঙ্গায় মাশরুম চাষের সম্প্রসারণের লক্ষ্যে মাশরুম বিপণন ভ্যান বিতরণ
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে মাশরুম চাষের সম্প্রসারণের লক্ষ্যে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের আওতায় মাশরুম বিপণন ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আলমডাঙ্গা কৃষি অফিসারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভ্যান বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন বলেন, “সরকার মাশরুম চাষকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। মাশরুম স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত, যা রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, দাঁত ও হাড়ের শক্তি বৃদ্ধি করে, স্তন ও প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।”
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএম ওবাইদুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্রাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল আলম, সেলিনুর রহমান এবং জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের শেষে ডাউকি ইউনিয়নের মাশরুম উদ্যোক্তা ইমরান হোসেন ও রফিউল ইসলামকে কৃষি অফিসের পক্ষ থেকে মাশরুম বিপণন ভ্যানের চাবি তুলে দেওয়া হয়।