৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাসব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১২, ২০২৪
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ১১ নভেম্বর, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক (অ:দা:) শারমিন আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফোকাল পয়েন্ট কর্মকর্তা ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার অনুষদ সদস্য মোঃ আবু এখতিয়ার হাশেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম।

এ মাসব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন থেকে মোট ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করার সক্ষমতা অর্জন করা হবে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram