আলমডাঙ্গায় মিথ্যা মামলার তদন্ত ও প্রতারণার বিচার চেয়ে সংবাদ সম্মেলন
জমি বিক্রির কথা বলে দীর্ঘ ২৫ বছর ধরে প্রতারণার অভিযোগ তুলে আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের মঞ্জুর আলী সংবাদ সম্মেলন করেছেন। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে করা প্রতারণার বিচার দাবি করেছেন।
মঞ্জুর আলী লিখিত বক্তব্যে জানান, ২০২০ সালে শ্বশুরের দেওয়া সম্পত্তির অংশ বিক্রির ঘোষণা দিলে পাঁচলিয়া গ্রামের ওমর মন্ডল জমি কিনতে আগ্রহ প্রকাশ করেন এবং ২ লক্ষ টাকা বায়নানামা করেন। এরপর রায়সা গ্রামের মো. এস. এ হৃদয়, যিনি এসএসআই অফিসার পরিচয় দিয়ে তাকে ভয় দেখান। হৃদয় জানান, তাকে পিস্তল উঁচিয়ে জমির বায়না ফেরত দিতে বলা হয়, না হলে তিনি নানা ভয়ভীতি প্রদর্শন করবেন।
মঞ্জুর আলী পরিস্থিতির অবনতি বিবেচনা করে জমির ক্রেতাকে টাকা ফেরত দিতে রাজি হন। কিন্তু জমি ফেরতের পর হৃদয় জমির রেজিস্ট্রির চাপ সৃষ্টি করেন। ২৫ মার্চ ২০২০ তারিখে এনএসআই অফিসার পরিচয় দিয়ে জমির রেজিস্ট্রির জন্য চাপ দেন এবং জমি রেজিস্ট্রি করিয়ে নেন।
পরবর্তীতে হৃদয়ের ভগ্নিপতির চাকরির জন্য টাকার প্রয়োজন হলে তিনি জমি ফেরত দিতে চান। কিন্তু যখন মঞ্জুর আলী জমি ফেরত নিতে চাইলে হৃদয় ও তার দল ভয়ভীতি দেখায় এবং মিথ্যা মামলা দায়ের করে।
মঞ্জুর আলী সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং জানান যে, তিনি এই প্রতারণার বিচার চেয়ে আদালতে অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন, যাতে প্রকৃত ঘটনা উন্মোচন করে এস এ হৃদয়ের প্রতারণার বিচার হয়।