আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ৮ বছর বয়সী সাফিন আহমেদ নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের ভালাইপুর বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় সাফিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়দের সহায়তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার অবস্থা শঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাফিন আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সুমন মিয়ার ছেলে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।