৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় রেললাইন থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ২১, ২০২৪
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রেললাইনে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, স্বামী রাসেল হোসেনের হাতে নিহত হয়েছেন ২৪ বছর বয়সী সিলা খাতুন।

সোমবার সকাল ৮টার দিকে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সিলার মরদেহ পাওয়া যায়। নিহত সিলা রোয়াকুলি গ্রামের হার্ডওয়ার্ক ব্যবসায়ী রাসেলের স্ত্রী এবং নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

ঘটনার পর থেকে স্বামী রাসেল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করছে যে, রাসেল ও তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে সিলাকে হত্যা করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া সিলার একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রাসেল মাদক সেবনে লিপ্ত ছিলেন, যা নিয়ে সিলা প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো।

রোববার দুপুরে ১৫০ টাকা চুরির অভিযোগ তুলে সিলাকে মারধর করেন রাসেল। ওই রাতে রাসেল সিলার শ্বশুর পরিবারকে ফোন করে জানান যে, সিলা বাড়ি থেকে চলে গেছে। রাতভর সিলার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে মুন্সিগঞ্জ রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

সিলার ভাই সাহেব আলী জানিয়েছেন, রোববার দুপুরে সিলাকে মারধর করে রাসেল। রাতে মোবাইলে জানান যে সিলা নিখোঁজ। সকালে রেললাইনের পাশে তার বোনের মরদেহ পাওয়া যায়।

পোড়াদহ রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদ হোসেন জানিয়েছেন, মরদেহের মুখ দিয়ে রক্ত বের হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কাটার চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, তবে তদন্তের জন্য এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram