৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
নভেম্বর ১২, ২০২৪
56
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার এবং পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর, সোমবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কৃষি অফিসের হলরুমে দুটি পর্বে এই সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিশু সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যদের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব। প্রশিক্ষণে পল্লী মাতৃকেন্দ্র ও গ্রাম কমিটির সভাপতি, সম্পাদকসহ স্থানীয় সমাজকর্মী ও নারী নেত্রীরা অংশগ্রহণ করেন।

এছাড়া, সেমিনার ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শামীমা নাছরীন, সালমা খাতুন, ইউনিয়ন সমাজকর্মী খোদা বক্স, হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রুমা খাতুন, শামিম আলী এবং পল্লী মাতৃকেন্দ্রের অন্যান্য সদস্যগণ। মোট ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের সদস্যরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আরও কার্যকরী ভূমিকা পালন করবেন।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram