আলমডাঙ্গায় সর: প্রা: সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছে আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের প্রতি প্রাপ্ত সম্মান প্রদান এবং শিক্ষা সংস্কারের আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ। তারা বলেন, "জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শিক্ষকদের অবহেলা করে উন্নত দেশ গঠন সম্ভব নয়।" বক্তারা আরও উল্লেখ করেন, "শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষকদের সমাজে অবহেলিত রাখা হচ্ছে।"
২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলা গেটে মানববন্ধন ও উপজেলা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি ইকবাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অ্যাটম, সিনিয়র সহ-সভাপতি জহুরুল হক, সহ-সভাপতি আব্দুল হালিম, শাহীমা আক্তার, নুরুন্নাহার ডলি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ নাজমুর রহমান সৈকত, নাফিউল নেছা, সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক আনিসুজ্জামান, শিক্ষা সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, এবং আরও অনেক শিক্ষক নেতৃবৃন্দ।
শিক্ষক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, অন্তর্র্বতী সরকার শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তাদের পাশে দাঁড়াবে, যা শিক্ষার মানোন্নয়নে সাহায্য করবে।