আলমডাঙ্গায় সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু!
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ৩১, ২০২৪
71
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : চুয়াডাঙ্গা সদর হাসপাতাল
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামে সাপে কামড়ানোর কারণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম উজির আলী, তিনি মৃত সুলতান মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঘাস কাটার সময় উজির আলীকে সাপে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তাঁর মৃত্যু হয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন, তিনি জানান, সাপের কামড়ের কারণে উজির আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং রাত ১১টায় চিকিৎসারত অবস্থায় মারা যান।