আলমডাঙ্গায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় সরকারি স্কুলমাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অত্যন্ত জরুরি। খেলাধুলা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ছেলে-মেয়েদের খারাপ কাজ থেকে দূরে রাখে।”
সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাবাডিতে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। এছাড়া দাবা, সাঁতারসহ বালক ও বালিকাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।