আলমডাঙ্গা আরবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ!
আলমডাঙ্গা উপজেলার কামালপুরে অবস্থিত মাল্টিমিডিয়া শিক্ষাপ্রতিষ্ঠান মহিউদ্দিন একাডেমিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আরবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশোভন আচরণ ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করার অভিযোগ উঠেছে, যার ফলে প্রতিষ্ঠানটি গত ১০ দিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে।
সম্প্রতি, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে কোলে তুলে ধরার ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। গতকাল সোমবার অভিভাবকেরা শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে তাকে প্রতিষ্ঠানের চারতলায় আটকে রাখেন। পুলিশ পরে এসে শিক্ষককে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক তারিকুল ইসলামকে মাদ্রাসার জনপ্রিয় অধ্যক্ষ শেখ দ্বীন মোহাম্মদ পদত্যাগে বাধ্য করেছেন। এ ঘটনার প্রতিবাদে তিন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
জানা গেছে, তারিকুল ইসলাম ৯ মাস আগে মহিউদ্দিন একাডেমিতে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে ছাত্রীদের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠতে থাকে।
মহিউদ্দিন একাডেমির ভাইস চেয়ারম্যান জনিরদ্দীন জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক গতকাল চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। পদত্যাগ করা তিন শিক্ষক অন্যত্র চাকরি পেয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, 'আমরা ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করেছি, তবে লিখিত অভিযোগ না থাকায় তাকে ভাইস চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।'