আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!
প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ২, ২০২৪
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে সাকের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে পুটিমারী গ্রামের গাংনী বিলের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
সাকের আলী জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য লিপন হোসেন জানিয়েছেন, কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, সাকের আলী কৃষিকাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তিনি মারা যান। তার শরীরের বামপাশ ও মুখমণ্ডল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।