আলমডাঙ্গা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ
২০২১-২০২২ অর্থ বছরের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে এবং জাপান আন্তর্জাতিক সহযোগীতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আলমডাঙ্গা উপজেলা পরিষদ ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫০টি সিলিং ফ্যান বিতরণ করে। এর মধ্যে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪০টি স্কুল ও মাদ্রাসা অন্তর্ভুক্ত রয়েছে।
সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল, এবং জাইকা প্রতিনিধি এনায়েতুল্লাহ।
এছাড়া, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ছিলেন মনিরুজ্জামান, আব্বাস উদ্দিন, ফজলুল হক শামীম, নুরুল ইসলাম দিপু, তৈয়ব হোসেন, আব্দুল কাসেম মোল্লা, আব্দুল হান্নান, সিদ্দিকুর রহমান, রাসেল আহমেদ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে হারেছ উদ্দিন, নাসির উদ্দিন প্রমুখ।
এই উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শীতলতা ও আরাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।