৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২৪
73
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম এবং মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা।

সভায় ভাংবাড়িয়া, হারদি, কুমারী, কালিদাসপুর, গাংনী, বাড়াদি, জামজামি, নাগদাহ এবং আইলহাস ইউনিয়নের চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ফায়ার সার্ভিস ডিফেন্স ষ্টেশন অফিসার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামদি, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এবং উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু প্রমুখও সভায় অংশগ্রহণ করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram