আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাচীর নির্মাণের পরিকল্পনা স্থগিত!
আলমডাঙ্গাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে ৭ ফুট উচ্চতার প্রাচীর নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছে। স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোরালো দাবি জানিয়েছেন, শহীদ মিনারের চারপাশে ৪ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন এসএস পাইপের প্রাচীর নির্মাণের জন্য। তাদের মতে, ৭ ফুটের প্রাচীর নির্মাণ হলে শহীদ মিনার দর্শনার্থীরা সেটি দেখতে পারবেন না।
মঙ্গলবার বেলা দুইটার দিকে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম সরেজমিনে শহীদ মিনার পরিদর্শন করেন এবং এলাকাবাসীর দাবির প্রতি গুরুত্বারোপ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ও সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্যার্তদের ত্রাণ বিতরণ কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুবুল করিম চঞ্চল, ব্যায়ামাগার উদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাইদ হিরন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মুন, তাইফু, হাসিবুল প্রমুখ।