৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানার কার্যক্রম: মাদকবিরোধী অভিযান শুরু

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
অক্টোবর ২৩, ২০২৪
143
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি :  

আলমডাঙ্গা থানা পুলিশের কর্মতৎপরতা দৃশ্যমান হচ্ছে, বিশেষ করে নবাগত অফিসার ইনচার্জের যোগদানের পর। ২০ অক্টোবর রবিবার রাতে আলমডাঙ্গা থানা ও ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে, যেখানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে আলমডাঙ্গা থানার পুলিশ কার্যক্রম ছিল অত্যন্ত দুর্বল। এ পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে বাড়াবাড়ি বেড়ে যায়। নতুন অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ আবারও সক্রিয় হয়েছে। রবিবার সন্ধ্যার পর পৃথক অভিযান চালিয়ে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার এসআই কাজী শামসুুল আলম ও এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রবিউল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের জন্য ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম হোসেনের সঙ্গীয় ফোর্স আইলহাঁস ইউনিয়নের বলেশ্বপুর গ্রামের হায়াত আলী (৫৩) কে গাঁজা বিক্রয়ের সময় আটক করেন, যার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, "মাদক ব্যবসার সাথে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলমডাঙ্গা এলাকায় মাদক কেনাবেচা চলবে না। মাদক সব ধরনের অপরাধের উৎস, তাই এর নির্মূল হলে অপরাধ কমে যাবে।"

এভাবে, পুলিশ কর্তৃপক্ষ মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram