৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
প্রেসক্লাব ডেক্স
আপডেট :
সেপ্টেম্বর ২১, ২০২৪
77
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : আলমডাঙ্গা থানা 

আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

বক্তব্যে পুলিশ সুপার গোলাম মওলা বলেন, "বিট পুলিশিং সভায় উপস্থিত জনসাধারণ পুলিশের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে, এজন্য জেলাবাসীকে ধন্যবাদ জানাই।"

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "জনগণের সেবক হয়ে উঠুন। জনবান্ধব পুলিশিং, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার নির্দেশনা প্রদান করছি।"

পুলিশ সুপার গোলাম মওলা সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সম্মানিত নাগরিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদর সার্কেলের আনিসুজ্জামান লালন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন, পৌর বিএনপির সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, এবং আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram